• মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৩
সর্বশেষ :
হঠাৎ ক‌রে রাগ বে‌শি হওয়ার কার‌নে এবার বহুল আ‌লো‌চিত ও‌সি সামীম বদলী কিশোরগঞ্জে ভিপি ওয়ালি উল্লাহ্ রাব্বানী ফ্যানস্ এর উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত শিশুকে নিয়ে গেলো শিয়াল, বাড়ির পাশের ঝোপে মিললো ক্ষত-বিক্ষত দেহ কিশোরগঞ্জে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম নকল ওষুধ বিক্রির দায়ে টাঙ্গাইলে লাজফার্মাকে জরিমানা ২ লাখ অবৈধ ফুটপাত উচ্ছেদ দাবিতে ব্যবসায়ীদের বিক্ষোভ ও স্মারকলিপি ‌কি‌শোরগ‌ঞ্জ থানায় আসামিরা দিচ্ছেন ওসিকে বিদায় সংবর্ধনার ক্রেস্ট ঈশ্বরগঞ্জের উন্নয়ন প্রশ্নে কোনো বিভাজন নয়, প্রয়োজন ঐক্য বিদ্যালয়ে অনিয়ম দুর্নীতি অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বোর্ড উল্টো বরখাস্ত করল সভাপতিকে মধ্যরাতে বেগম খালেদা জিয়াকে নিয়ে জামায়াত আমিরের ফেসবুক স্ট্যাটাস

উদ্দেশ্যমুলক সংবাদ প্রকাশ করার প্র তি বা দে সংবাদ সম্মেলন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ২০২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
module: a; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Hdr; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 103.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~25: 0.0; ?

১২ এপ্রিল খুলনার চোখ ফেজবুক পেজে প্রচারিত শ্যামনগর নওয়াবেঁকী বাজারের সভাপতি ও সেক্রেটারী কে নিয়ে যে, মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রতিবেদন দেখানো হয়েছে তার প্রতিবাদে গত ১৩ এপ্রিল সকাল ১১টায় নওয়াবেকী বাজার মৎস্য আড়ৎতের সামনে, বাজার ব্যবস্থাপনা কমিটির ও ব্যবসায়ীবৃন্দের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওয়াবেকী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সালেহ বাবু। তিনি বলেন দীর্ঘ ৮ বছর চেয়ারম্যান পদে আল্লাহর রহমতে আটুলিয়া ইউনিয়ন বাসীর দোয়া ও আশির্বাদে চলমান রয়েছে। জনগণের স্বার্থে, ইউনয়নের উন্নয়নের জন্য যখন যে সরকার থাকবে তখন সেই সরকারের হয়ে কাজ করতে হয় বা করা উচিত।

 

সেই জন্য এলাকার উন্নয়ন করতে বিভিন্ন অনুষ্ঠান, মিটিং, সভায় রাজনৈতিক ব্যক্তির সাথে না চাইলেও ছবি উঠাতে হয়েছে।

 

নওয়াবেঁকী বাজারের বিভিন্ন কাৰ্য্যক্রম ঘিরে বাজারের সভাপতি ও সেক্রেটারীর বিরুদ্ধে যে তথ্য প্রকাশ করেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন। শুধুমাত্র আমাদেরকে হেও প্রতিপন্ন করার জন্য প্রতিবেদন করেছেন। বাজারের সকল ব্যবসায়ীদের কাছে জানতে পারেন তাদের কাছ থেকে কোন প্রকার কাজ করার স্বার্থে কোন অর্থ লেনদেন বা উক্ত কাজের সম্পর্কে কোন আলোচনা আমার সাথে হয়নি।

 

আমরা এই অবৈধ কাজের সম্পর্কে কোন ভাবেই অবগত নই। অর্থের লেনদেন তো প্রশ্নেই আসেনা। প্রশাসনের নির্দেশে বাজার ব্যবস্থাপনা কমিটি বাজারের যে কোন অবৈধ স্থাপনা নির্মান বন্ধ করার জন্য সাইনবোর্ড দিয়েছি ।

 

উক্ত প্রতিবেদনে বলা হয়েছে চেয়ারম্যান ও সভাপতির নামে বে নামে অবৈধ অনেক ঘর আছে কিন্তু প্রকৃতপক্ষে নওয়াবেঁকী বাজারে ঘর তো দুরের কথা আমার নামে কোন জায়গা বরাদ্দ নেই। এছাড়া বাজারের জায়গা দখলের যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন । কয়েক বছর আগে নওয়াবেঁকী মৎস্য আড়ৎ এ একটি ঘটনা কে কেন্দ্র করে উক্ত প্রতিবেদক বাদী পক্ষের হয়ে টাকার বিনিময়ে বিবাদীর সাথে সমন্বয় করার কথা হলে আমি বিষয়টি জানতে পেরে স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ নিয়ে বাদীর সাথে বিবাদীর সমন্বয় করে লিখিত ভাবে মিমাংসা করে দিই। বিধায় উক্ত খুলনার চোখ ফেজবুক পেজের প্রতিবেদক টাকা লেনদেন করতে না পেরে আমাদের উপর ক্ষিপ্ত হয় এবং ঐ সময় আমাদের দেখেনেবে বলে হুমকি দেয়।

 

উক্ত প্রতিবেদন আমাদের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য খুলনার চোখ ফেজবুক পেজে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছে। আমি আটুলিয়া ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতায় ও পরামর্শে সকল প্রকার অনিয়ম দূর্নিতি, দখলবাজি প্রতিরোধ করে যাচ্ছি। অবৈধ স্থাপনা এবং দখল রোধ করার জন্য উপজেলা প্রশাসন কে আমরা সকল প্রকার সহযোগিতা করে আসছি। ইউনিয়নের উন্নয়নের জন্য জনগণের সার্থে দলমত নির্বিশেষে সকল কার্য্যক্রম পরিচালনা করব ইনশাআল্লাহ। সংবাদ সম্মেলনে বাজার কমিটির সভাপতি সেক্রেটারি, উপদেষ্টাবৃন্দ সহ বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ ও সুধীজন উপস্থিত ছিল।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com