আশাশুনিতে ভ্যান শ্রমিক সমবায় সমিতির নির্বাচনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের পূর্ণ প্যানেলের বিজয়
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার আশাশুনি উপজেলা ভ্যান শ্রমিক সমবায় সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মনোনীত পূর্ণ প্যানেল বিপুল ভোটে বিজয় অর্জন করেছে। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রহিম এবং সহ-সভাপতি শাহিনুর ইসলাম। সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন মো. নাসির আল মামুন।
এ ছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন সাইদুল ইসলাম ও শফিকুল ইসলাম।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুহাদ্দিস রবিউল বাসার। তিনি বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণে এই নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে।”
ভ্যান শ্রমিক সমবায় সমিতির নেতারা নির্বাচনকে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শ্রমিকদের উন্নয়ন, কল্যাণ ও অধিকার রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।