আনুলিয়ায় বিএনপির নির্বাচনী জনসভা: উন্নয়ন প্রতিশ্রুতির কথা জানালেন ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান রুহুল কুদ্দুছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, “কালিগঞ্জ–দেবহাটা আসনে এমপি থাকা অবস্থায় এলাকার রাস্তাঘাট, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানসহ ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করেছি। আশাশুনিতেও মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে সরাসরি ভূমিকা রেখেছি। পুনরায় নির্বাচিত হলে আশাশুনির কোনো রাস্তা কাঁচা থাকবে না। মসজিদ–মন্দির, স্কুল–কলেজ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বেড়িবাঁধকে বিশ্বের সবচেয়ে টেকসই বাঁধ হিসেবে গড়ে তোলা হবে। আশাশুনিতে ইকোনমিক জোন, ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণসহ তাঁত ও কুটিরশিল্প গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচিত হওয়ার এক বছরের মধ্যেই সব কাঁচা রাস্তা পাকা করা হবে।”
সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন।
জনসভায় আরও বক্তব্য রাখেন—
কালিগঞ্জ বিএনপির সাবেক আহবায়ক ইবাদুল ইসলাম, কৃষকদল কেন্দ্রীয় কমিটির যোগাযোগ বিষয়ক সহসম্পাদক আমিনুল ইসলাম মিনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ আব্দুর রশিদ, শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, আনুলিয়া বিএনপির সাবেক সভাপতি বছির মাস্টার, কৃষকদলের আহবায়ক লিয়াকত হোসেন, শ্রমিকদলের সেক্রেটারি রুহুল আমিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নূরে আলম সরোয়ার লিটন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আছাদুজ্জামান, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সেক্রেটারি ইউনুছ আলী, প্রতাপনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।